সৈয়দ বেলাল হোসেন
ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব)
সাধারণ বীমা কর্পোরেশন
যোগাযোগের নম্বর: +০২৪১০৫১৪৯২
ই-মেইল: md@sbc.gov.bd
সংক্ষিপ্ত জীবনী:
সৈয়দ বেলাল হোসেন ১৯৬৪ সালের ২২ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে B.Sc.Ag (অনার্স-১ম শ্রেণি) এবং M.Sc.Ag in Agronomy (১ম শ্রেণি) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর যৌথ পরিচালনায় পরিচালিত কোর্সে অংশগ্রহণ করে Governance Studies-বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ০১ এপ্রিল ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের পর তিনি সচিবালয় এবং মাঠ পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া হিসেবে দায়িত্ব পালন করেন। কুষ্টিয়া জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন ক্ষেত্রে Outstanding Performance এর জন্য বিভাগীয় ও জাতীয় পর্যায়ে তিনি বিভিন্ন পদক অর্জন করতে সক্ষম হন। উল্লেখযোগ্য পদক সমূহের মধ্যে রয়েছে National ICT Award-2014; Digital Service Award-2015; National Primary Education Award-2015; Best DC Award for Mandatory use of Jute Wraps in Products Act-2010; Best DC Award-2016 (ICT & Innovation); Best DC Award (Best Problem Solution Category) & Integrity Award-2020 (Public Service)।
মাঠ পর্যায়ে তিনি বিচার বিভাগীয় ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, রাজস্ব আয়, ভূমি ব্যবস্থাপনা ও উন্নয়ন, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সাধন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত দায়িত্ব পালন করেন। এছাড়া মন্ত্রণালয়ে তিনি সরকারের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়নের সাথে জড়িত ছিলেন।
তিনি ভারতের Civil Services Institute, Dehradun কর্তৃক আয়োজিত "বাংলাদেশের জেলা প্রশাসকদের জন্য বিশেষ প্রশিক্ষণ" কোর্স, সিঙ্গাপুরের Civil Service College-এ পরিচালিত "ম্যাট-২" প্রশিক্ষণ কোর্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের DUKE University, North Carolina-তে অনুষ্ঠিত "পাবলিক পলিসি, সেবা প্রদান এবং সমঝোতা" প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করেন।
এছাড়া সরকারি কাজে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, নেপাল ও ভুটানসহ আরও কয়েকটি দেশ সফর করেন।