জাতীয় বীমা দিবস ১ মার্চ ২০২০ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে সাধারণ বীমা কর্পোরেশনের অংশগ্রহন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ১ মার্চ ২০২০ ১ম জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে গত ২৯/০২/২০২০ তারিখে মানিক মিয়া এভিনিউ থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। উক্ত র্যালিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর সিনিয়র সচিব জনাব আসাদুল ইসলাম, সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ্রিয়ার আহ্সান এবং অত্র কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত বীমা দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’’।