সাধারণ বীমা কর্পোরেশন প্রণীত ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসির শুভ উদ্ধোধন।
প্রকাশন তারিখ
: 2020-03-18
সাধারণ বীমা কর্পোরেশন ১ মার্চ বীমা দিবসে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী আপামর জনসাধারনের জন্যে প্রণীত অত্যন্ত স্বল্প প্রিমিয়ামের বিনিময়ে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসি চালু করেছে। মুজিব বর্ষ উপলক্ষে সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম গত ১৬/০৩/২০২০ তারিখে আনুষ্ঠানিকভাবে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসি গ্রহন করে পলিসির শুভ উদ্ধোধন ঘোষনা করেন। উক্ত অনুষ্ঠানে কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহ্সান ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসির একটি কপি চেয়ারম্যান মহোদয়ের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।